তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ীতে সিপিবি’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৫-০৯ ১৪:৫৯:৩৯

image

সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র রাজবাড়ী জেলা শাখা। 

  গতকাল ৯ই মে বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পাশে মানববন্ধনে জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে ও আব্দুল হালিম বাবু’র সঞ্চালনায় মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত কুমার রায়, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও রাজবাড়ী সদর উপজেলা সিপিবির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ বলেন, দফায় দফায় সয়াবিন তেলের দাম বাড়ানো হচ্ছে। তারপরও কেনার সময় খুচরা বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। শিশু খাদ্যের দামও অনেক বেড়েছে। নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। কিন্তু সরকার এসব বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com