কালুখালীর রতনদিয়া বাজারে পাট ক্রয় কার্যক্রম উদ্বোধন

মোখলেছুর রহমান || ২০২০-০৭-২৭ ১৫:০১:২০

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের পাট ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাসের ‘ফাইভ স্টার’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল ২৭শে জুলাই সকালে ২০২০-২০২১ অর্থ বছরের পাট ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় কুষ্টিয়া, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন জুট মিলের প্রতিনিধিসহ রতনদিয়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই গদি ঘরে ২৫শত টাকা মণ দরে পাট ক্রয় করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com