ডিআইজি পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর সাবেক ৩জন এসপি

স্টাফ রিপোর্টার || ২০২২-০৫-১১ ১৪:১১:৫১

image

বিসিএস(পুলিশ) ক্যাডারের ৩২জন অতিরিক্ত ডিআইজিকে উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) পদে গতকাল ১১ই মে পদোন্নতি দিয়েছে সরকার। 
  ডিআইজি পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রাজবাড়ী জেলায় দায়িত্বপালনকারী সাবেক ৩জন পুলিশ সুপার রয়েছেন। পদোন্নতি প্রাপ্তরা হলেন ঃ অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক,পিপিএম, জিহাদুল কবির বিপিএম(সেবা)-পিপিএম এবং সালমা বেগম পিপিএম(সেবা)।
  পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মোঃ রেজাউল হক পুলিশ অধিদপ্তর ঢাকায় অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে, জিহাদুল কবির পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে এবং সালমা বেগম পুলিশের এন্টি টেরারিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন।
  গতকাল ১১ই মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত ৫২৭ নম্বর প্রজ্ঞাপনে বিসিএস(পুলিশ) ক্যাডারের ৩২জন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্ককে ডিআইজি পদে(গ্রেড-৩) এ পদোন্নতি প্রদান করা হয়।
  উল্লেখ্য, রাজবাড়ী জেলার পুলিশ সুপার পদে মোঃ রেজাউল হক গত ১৪-৭-২০১১ হতে ২১-৮-২০১৪ পর্যন্ত, জিহাদুল কবির ১২/০৪/২০১৫ হতে ০৫/১১/২০১৬ পর্যন্ত এবং সালমা বেগম ০৬/১১/২০১৬ হতে ০৫/০৩/২০১৮ তারিখ পর্যন্ত রাজবাড়ী জেলার পুলিশ সুপার পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com