গোয়ালন্দে পানিতে ডুবে যাওয়ার শঙ্কায় আধা পাকা ধান কেটে ফেলছে কৃষকরা

আবুল হোসেন || ২০২২-০৫-১১ ১৬:০২:৩৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কৃষকরা আরও কয়েক দিন পর ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। আশা করেছিলেন পাকা ধান কেটে ঘরে তুলবেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। ডুবে যাওয়ার শঙ্কায় তারা আগেভাগেই আধা পাকা ধান কেটে ফেলছেন। 
  গতকাল ১১ইমে সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জলাবদ্ধ জমি থেকে ধান কাটতে গিয়েও কৃষকরা ভোগান্তিতে পড়েছেন। ক্ষেতে পানি জমে থাকায় বেশী মজুরীতে তাদেরকে ধান কাটার শ্রমিক নিতে হচ্ছে। নীচু জমিগুলোতে বৃষ্টির পানি জমে ধান গাছের গোড়ায় পচন ধরায় আধা পাকা ধান কেটে বাড়ীতে নিচ্ছে কৃষকরা। ঝড়ো বাতাস ধানক্ষেতগুলোকে লণ্ডভণ্ড করে ফেলেছে। 
  দক্ষিণ দৌলতদিয়া এলাকার কৃষক বিল্লাল হোসেন বলেন, ১০ বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠে পানি জমে গেছে। পানি জমার কারণে ধান গাছের গোড়ায় পচন ধরেছে। তাই বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে নিচ্ছি।  
  চর দৌলতদিয়া সিরাজ খাঁর পাড়ার কৃষক মোস্তাক খাঁ বলেন, প্রতি বিঘা জমিতে ২৫ মণ করে ধান পাওয়ার আশা করেছিলাম। কিন্তু আগেভাগেই আধা পাকা ধান কেটে ফেলায় ফলন অনেক কম পাবো। তাছাড়া জমিতে পানি জমে থাকার কারণে ধান কাটা শ্রমিকের মজুরীও বেশী দিতে হচ্ছে। ফলে দু’দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছি।
  গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে অতিরিক্ত বৃষ্টিতে নীচু অঞ্চলের ধানের জমিতে পানি জমেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পরবর্তীতে তাদেরকে প্রণোদনা সহায়তা করা হবে। 
  এদিকে আবহাওয়া অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা এস.এম সুরজুল আমিন বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে এখন বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com