রাজবাড়ীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

স্টাফ রিপোর্টার || ২০২২-০৫-১২ ১৪:৪৬:৩২

image

রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে গতকাল ১২ই মে সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
  রাজবাড়ী সদর হাসপাতালের ক্যাম্পাসে অবস্থিত নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে প্রথমে র‌্যালী বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। এরপর নার্সিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আরতী রাণী শীলের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রহমান, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর হাসপাতালের প্রাক্তন শিশু কনসালট্যান্ট ডাঃ একেএম গোলাম ফারুক ডাঃ শাহনিমা নার্গিস, ডাঃ তাপস, সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন ও সোনিয়া আক্তার।
  বক্তাগণ নার্সদের সেবার মনোভাব নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা পর্বের শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com