ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুরু হচ্ছে ১৯শে মে

স্টাফ রিপোর্টার || ২০২২-০৫-১২ ১৪:৫৪:২৮

image

দেশের জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে দেশব্যাপী ভূমি সপ্তাহ ২০২২ পালন করা হবে।

  আগামী ১৯শে মে থেকে ২৩শে মে পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ হিসেবে উদযাপন করবে ভূমি মন্ত্রণালয়।
  ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার করা হবে।
  ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে ব্যাপকভাবে পরিচিত করতে ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
  ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যাতে সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেলক্ষ্যে বিভিন্ন কার্মক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
  এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য ল্যান্ড.গভ.বিডি(ষধহফ.মড়া.নফ) সেবা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com