ফরিদপুরের কণ্ঠশিল্পী তিতুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

মাহবুব হোসেন পিয়াল || ২০২২-০৫-১৩ ১৫:৩৯:১৩

image

আজ ১৪ই মে ‘ফরিদপুরের মান্না দে’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী রশীদ আহমেদ তিতুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। 
  ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম রকিব উদ্দিন আহমেদের পুত্র রশীদ আহমেদ তিতু দুই বছর আগের এই দিনে ৫১ বছর বয়সে ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 
  তিনি ছিলেন ভারতের কিংবদন্তী কণ্ঠশিল্পী মান্না দে’র ভীষণ ভক্ত-অনুরাগী। তার কণ্ঠে মান্না দে’র গান স্রোতাদের মুগ্ধ করতো। নজরুল গীতি ও শাস্ত্রীয় সঙ্গীতেও তিনি ছিলেন দক্ষ। দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে ফরিদপুরের আরামবাগ মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com