রাজবাড়ীর জৌকুড়ায় পদ্মা নদীর অবৈধ বাঁধ অপসারণ॥২জন জেলের জরিমানা॥নিষিদ্ধ জাল ধ্বংস

আসাদুজ্জামান নুর || ২০২২-০৫-১৪ ১৪:৪৫:০৫

image

জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়ায় পদ্মা নদীর অবৈধ বাঁধ অপসারণ, ২জন জেলেকে জরিমানা ও জব্দকৃত নিষিদ্ধ কাচকি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
  গতকাল ১৪ই মে সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হাফিজ আল আসাদসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 
  সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, অভিযানকালে মাছ ধরার জন্য পদ্মা নদীতে অবৈধভাবে দেয়া বাঁশের বাঁধ অপসারণ করার পাশাপাশি অবৈধ কাচকি জাল দিয়ে মাছ ধরার দায়ে ২জন জেলেকে ৬হাজার টাকা জরিমানা এবং তাদের কাছ থেকে জব্দকৃত জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com