মুজিববর্ষ উপলক্ষে পাংশা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

মোক্তার হোসেন || ২০২০-০৭-২৭ ১৫:১৮:৫১

image

মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে গতকাল ২৭শে জুলাই সকালে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
  জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে বৃক্ষরোপন করা হয়। সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে ৫টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। 
  এ সময় অফিস সহকারী গুরুদাস হালদার, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, কালুখালী উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি বাহারুল আলম, পাংশা উপজেলা নকল নবীশ সমিতির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
  বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর যে ঘোষণা দিয়েছেন তারই আলোকে সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হল। গাছের পরিচর্যার গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com