পাংশায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শামীম হোসেন || ২০২২-০৫-১৫ ১৫:০৬:৩৪

image

রাজবাড়ী জেলার পাংশায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। 
  পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই মে বেলা সাড়ে ১১টায় সরকারী জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী খেলার উদ্বোধন করেন। এ সময় পাংশা পৌরসভার ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা থানার এসআই হুমায়ন রেজা, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ রেজা শিশির প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মৌরাট ও হাবাসপুর ইউনিয়নের ২টি দল অংশগ্রহণ করে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com