করোনা পরিস্থিতি ঃ রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান খুললেও স্বাস্থ্য বিধি উপেক্ষিত॥সংক্রমণের ঝুঁকি !

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-১০ ১৯:১৭:০২

image

করোনা ভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যে রাজবাড়ী জেলার অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য, দোকান-পাট ও বিপণী বিতান সীমিত পরিসরে খোলা রাখার সরকারী সিদ্ধান্তের প্রথম দিনেই গতকাল ১০ই রাজবাড়ী বাজারে বিপুল পরিমাণ ক্রেতার উপচে ভিড়ে বিভিন্ন মার্কেটে হ-য-ব-র-ল অবস্থা দেখা গেছে। মার্কেটে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক পরিধান ব্যতীত কোন ক্রেতাদের দোকানে প্রবেশ না করার সরকারী নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ শিশুদের সাথে নিয়ে আসে ঈদ-উল-ফিতর উপলক্ষে কেনাকাটা করতে। মার্কেট গুলো খোলার আগের দিন এবং গতকাল রবিবার স্থানীয় চেম্বার-অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনার জন্য সচেতনতামূলক মাইকিং এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে উদ্ধুদ্ধকরণ প্রচারণা চালালেও তার কোন প্রতিফলন ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়নি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাজারে দেখা যায়নি আইন-শৃঙ্খলা বাহিনী ও মোবাইল কোর্টের কার্যক্রম। লকডাউন পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার নামে সব বয়সী মানুষকে ঘর থেকে বের করার মাধ্যমে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ও বিস্তার ঘটবে বলে শঙ্কা প্রকাশ করেছে সচেতন মহল। উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ১৫জন করোনায় আক্রান্ত হয়েছে ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com