দৌলতদিয়ার ২টি ফেরী ঘাটের সংযোগ সড়ক পানির নীচে॥যে কোন সময় ঘাট দু’টি বন্ধ হয়ে যেতে পারে

আবুল হোসেন || ২০২০-০৭-২৭ ১৫:২৩:৪৭

image

পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়ার ৪টি সচল ফেরী ঘাটের মধ্যে ৩ ও ৬নং ঘাট ২টির সংযোগ সড়ক তলিয়ে গেছে। এর উপর দিয়েই ঝুঁকি নিয়ে ফেরী পারাপারের গাড়ীগুলোকে চলাচল করতে হচ্ছে। যে কোন সময় ঘাট দু’টি বন্ধ হয়ে যেতে পারে। উল্লেখ্য, দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে ১ ও ২নং ঘাটের সংযোগ সড়কের মাথা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ঘাট দুইটি দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। এর পাশাপাশি ৩ ও ৬ নং ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গাড়ী চলাচল ব্যাহত হওয়ায় ৪ ও ৫ নং ফেরী ঘাটের উপর চাপ বেড়েছে। বিকল্প একটি ফেরী ঘাট (৭নং) নির্মাণের কাজ চললেও তার গতি অত্যন্ত ধীর হওয়ায় কবে নাগাদ সেটি নির্মিত হবে তা কেউ বলতে পারছে না।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com