করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করেছে।
গত ২৪শে জুলাই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে তেমনই একটি পরীক্ষায় অংশ নিয়েছেন বাংলাদেশী যুবক রাহাত আহমেদ রাফি। স্বেচ্ছাসেবী হিসেবে ভ্যাকসিন নিজের দেহে নেয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। তৃতীয় ধাপের পরীক্ষায় কয়েক হাজার মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগ করে এটির কার্যকারিতা ও কতটুকু নিরাপদ-সেটা যাচাই করা হয়।
এ ব্যাপারে রাফি গণমাধ্যমকে বলেন, আমার ভয় লাগেনি। মানুষ তো মরণশীল। আজ হোক-কাল হোক মারা যেতেই হবে। এর মধ্যে মানুষের কল্যাণের জন্য যদি কিছু করতে পারি সেটাই আমার সার্থকতা।
রাফি আরও বলেন, আমি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী হিসেবে এখানকার করোনা টেস্টিং সেন্টারে গত দুই মাস ধরে কাজ করছি। আমার দায়িত্ব হচ্ছে যারা টেস্ট করাতে আসেন তাদের নাম-ঠিকানা কম্পিউটারে তালিকাভুক্ত করা। যখন জানতে পারলাম করোনার ভ্যাকসিন পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী চাওয়া হচ্ছে তখন আমিও অনলাইনে নাম তালিকাভুক্ত করি। এর কয়েকদিন পর আমার স্বাস্থ্য ও করোনা পরীক্ষার পর ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। ২১দিন পর আবার ২য় ডোজ দিবে। ভ্যাকসিন নেয়ার পর তার হালকা মাথা ঘুরানো ছাড়া অন্য কোন সমস্যা হচ্ছে না।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com