কালুখালীতে জেলা তথ্য অফিস আয়োজিত শিশু মেলার সমাপনী

স্টাফ রিপোর্টার || ২০২২-০৫-১৯ ১৪:৫৭:৩৩

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা তথ্য অফিস আয়োজিত দুই দিনব্যাপী শিশু মেলার গতকাল ১৯শে মে সমাপ্ত হয়েছে। 
  গতকাল বৃহস্পতিবার দুপুরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। 
  বক্তাগণ শিশুদের জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, প্রতিহিংসা, সহিংসতা, নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, অধিকার নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন। 
  এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠানে গুজব, অপপ্রচার, প্রতিহিংসা, মাদক বিরোধী ও মুক্তিযুদ্ধভিত্তিক গান পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মেলার স্টলগুলোর মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। 
  এ সময় কালুখালী উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com