২৪০টি শূন্য পদের বিপরীতে রাজবাড়ী জেলায় মোট প্রার্থী ১২ হাজার ৪০০ জন

আসাদুজ্জামান নুর || ২০২২-০৫-১৯ ১৪:৫৮:৫৫

image

দ্বিতীয় ধাপে আজ ২০শে মে রাজবাড়ী জেলার ৩টি উপজেলার (পাংশা, কালুখালী ও গোয়ালন্দ) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানান, রাজবাড়ী সদরের ৭টি কেন্দ্রে (রাজবাড়ী সরকারী কলেজ, সরকারী আদর্শ মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন কলেজ, অংকুর স্কুল এন্ড কলেজ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬হাজার ২০১ জন। 
  এদিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাঠে কাজ করছে।    
  উল্লেখ্য, জেলায় সহকারী শিক্ষকের ২৪০টি পদ শন্য রয়েছে। এ পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৪০০টি। প্রতি পদের বিপরীতে প্রার্থী ৫১জন। 
  দ্বিতীয় ধাপে আজ ২০শে মে ৬হাজার ২০১ জন আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে। তৃতীয় ধাপে আগামী ৩রা জুন রাজবাড়ীর অবশিষ্ট ২টি উপজেলার (সদর ও বালিয়াকান্দি) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ২টি উপজেলার মোট পরীক্ষার্থী ৬ হাজার ১৯৯ জন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com