পাংশা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ

পাংশা প্রতিনিধি || ২০২২-০৫-২০ ১৪:১৭:৪৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ   গতকাল ২০শে মে অনুষ্ঠিত হয়েছে। 

  পাংশা পৌর শহরের লতিফ ভবনের ২য় তলায় ইউয়িনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমবায় অফিসার বি.এম নজরুল হুদা। 
  ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের ফরিদপুর ও রাজবাড়ী জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, পাংশা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান সোনিয়া নাজনীন, সেক্রেটারী মাসুদ রেজা শিশির, পাংশা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান মুঃ মনিরুজ্জামান ও সেক্রেটারী মোক্তার হোসেন প্রমুখ। 
  এ সময় ইউনিয়নের পরিচালকগণ এবং পাংশা, কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার শাখা ব্যবস্থাপকগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com