রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৪৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে স্কাউট সামগ্রী বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল ২১মে দুপুরে উজানচর ইউনিয়নের সাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউট প্রাঙ্গণে এই স্কাউট সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি আজিজুল হক খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সম্পাদক আরিফা বেগম, উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের কমিশনার মুহাম্মদ বাবর আলী, দুদু খান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউটসের কাব লিডার নাসরিন আক্তার ইতিসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com