রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাকেন মোল্লা (৩৭)সহ পলাতক ৫জন আসামী গ্রেফতার হয়েছে।
গত ২০শে মে রাতে থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর আসামীরা হলো-দৌলতদিয়া ইউনিয়নের গফুর মন্ডলের পাড়ার ইউসুফ সরদারের ছেলে লাভলু সরদার(২৩), নূরু মন্ডলের পাড়ার আলম শেখের ছেলে জনি শেখ(২২), উজানচর ইউনিয়নের হারেজ মিয়ার পাড়ার মৃত আব্দুল সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার(৪০) এবং লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী গ্রামের বাবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম(৩০)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বাকেন মোল্লার বিরুদ্ধে ৫টি, লাভলু সরদারের বিরুদ্ধে ১টি, জনি শেখের বিরুদ্ধে ১টি ও জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। গতকাল ২১শে মে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com