বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২২-০৫-২২ ১৫:৫১:২৭

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের এক সভা গতকাল ২২শে মে দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন মিয়া বাবু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন প্রমুখ বক্তব্য রাখেন। 
  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড কমিটিগুলো গঠনের কাজ সম্পন্ন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 
  এছাড়াও সভায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেয়া হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com