রাজবাড়ীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মিজানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

আসাদুজ্জামান নুর || ২০২২-০৫-২৩ ১৫:৫০:১০

image

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) এর রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ২৩শে মে বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মিজানপুর ইউনিয়ন দল ১-০ গোলে দাদশী ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 
  খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা ফুটবল এসোসিয়শন (ডিএফএ)’র সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল। 
  এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মওলা, সদর উপজেলা ফুটবল এসোসিয়শনের সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় বের করে আনতে দেশের সকল জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে যুব সমাজ সু-নাগরিক হয়ে গড়ে উঠবে। দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। আজকের ফাইনাল খেলাটি খুব জমজমাট হয়েছে। দুই দলই ভালো খেলেছে। তবে মিজানপুর ইউনিয়নের সন্তান হিসেবে আমি মিজানপুরকে সাপোর্ট করেছি। তারা জয়লাভ করায় তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন আগে যখন ব্যাংককে চিকিৎসার জন্য ছিলাম তখন ফুটবল খেলা দেখে সময় কাটাতাম। একসময় তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় বের হয়ে আসবে।
  উল্লেখ্য, ফাইনাল খেলায় মিজানপুর ইউনিয়ন দলের খেলোয়াড় সবুজ জয়সূচক একমাত্র গোলটি করে। রেফারীর দায়িত্ব পালন করেন দেবাশীষ দত্ত এবং সহকারী রেফারী(লাইনম্যান) ছিলেন বিনয় কুমার, মাইনুল হাসান তুষার ও মোহন সরকার। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com