দৌলতদিয়ায় নদীর মোহনায় ধরা পড়লো ২০ কেজির ১টি পাঙ্গাস

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২২-০৫-২৪ ১৫:৩৪:২৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় ২০ কেজি ওজনের ১টি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
  গতকাল ২৪শে মে ভোর রাতে আঃ সালাম নামে একজন জেলের জালে মাছটি ধরা পড়ে। সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া ফেরী ঘাটের মাছের আড়তে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩শত টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। 
  এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বর্তমানে নদীর পানি কমতে থাকায় পদ্মা-যমুনার মোহনায় বড় আকৃতির মাছ ধরা পড়ছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com