পাংশা উপজেলা পরিষদ পুকুরের মাঝে নির্মিত গোলঘর জল তরঙ্গের উদ্বোধন

শামীম হোসেন || ২০২২-০৫-২৪ ১৫:৫৫:৫৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের পুকুরের মাঝে নির্মিত গোলঘর ‘জল তরঙ্গ’-এর উদ্বোধন করা হয়েছে। 
  গতকাল ২৪শে মে দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 
  এ সময় সংরক্ষিত মহিলা আসনের (৩৪০) সংসদ সদস্য এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com