পানিতে তলিয়ে যাওয়া সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাক উল্টে দৌলতদিয়ার ৩নং ফেরী ঘাটটি বন্ধ

দেবাশীষ বিশ্বাস || ২০২০-০৭-২৮ ১৫:১৯:৩৩

image

পদ্মা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির কারণে বিপর্যস্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ঘাট। দৌলতদিয়া ঘাটের ৩নং পল্টুনের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মহাবিপাকে যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা। পানিতে তলিয়ে যাওয়া এ সংযোগ সড়কের উপর দিয়েই ঝুঁকি নিয়ে ফেরী পারাপার হচ্চিল যানবাহন। এ অবস্থায় গতকাল ২৮শে জুলাই সকালে সকাল ১০টায় ফেরী থেকে নামার পর উল্টে যায় একটি গো-খাদ্যবাহী ট্রাক। এতে ঘাটটি বন্ধ হয়ে যায়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com