পাংশায় জাপানী জাতের মিষ্টি আলু চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি হয়েছে

শামীম হোসেন || ২০২২-০৫-২৬ ১৫:০৮:৪৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১৫ জন কৃষক ২০ শতাংশ করে জমিতে জাপানী ‘ওকিনিয়া’ ও ‘মুরাসাকি’ নামের ২টি জাতের মিষ্টি আলু চাষ করেছে।
  উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে বীজ সরবরাহসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। দেশী জাতের তুলনায় প্রায় দ্বিগুণ ফলন হওয়ায় অন্যান্য কৃষকদের মধ্যে জাপানী জাতের এই মিষ্টি আলু চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে।
  জাপানী জাতের এই মিষ্টি আলু চাষ করা কয়েকজন কৃষক জানান, দেশী জাতের মিষ্টির আলুর চেয়ে উচ্চ ফলনশীল এই জাতে তারা প্রায় দ্বিগুণ ফলন পেয়েছেন। এছাড়া এই আলু দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে এর চাহিদাও বেশী। আগামীতে তারা আরও বেশী জমিতে এই জাতের আলু চাষ করবেন। তাদের দেখে অনেক কৃষক এই আলু চাষে আগ্রহী হয়েছেন। 
  পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দায় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি বিভাগ থেকে কৃষকদের  জাপানী জাতের উচ্চ ফলনশীল এই আলুর বীজ দেয়াসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকদের মধ্যে এই জাতের আলু চাষে আগ্রহের সৃষ্টি হয়েছে। এই জাতের আলু চাষ করলে কৃষকরা লাভবান হতে পারবেন। আগামীতে এই জাতের আলুর চাষ আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা করছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com