পাংশার কসবামাজাইল ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

পাংশা প্রতিনিধি || ২০২২-০৫-২৬ ১৫:১১:৪৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ও হাবাসপুর ইউনিয়নে গতকাল ২৬শে মে দুপুরে আসন্ন ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
  কসবামাজাইল ইউনিয়ন পরিষদে ১ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের সভাপতিত্বে ও ইউপি সচিব জহুরুল ইসলামের সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়াদ্দার এবং ইউপি সদস্যগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
  অপরদিকে হাবাসপুর ইউনিয়ন পরিষদের ২ কোটি ৬৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আল মামুন খানের সভাপতিত্বে ও ইউপি সচিব জাকির হোসেনের সঞ্চালনায় ইউপি সদস্যগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com