রাজবাড়ীতে বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা॥আ’লীগের পাল্টা সমাবেশ

শেখ রনজু আহাম্মেদ/আসাদুজ্জামান নুর || ২০২২-০৫-২৬ ১৫:৩৪:১৯

image

খালেদা জিয়া সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গতকাল ২৬শে মে সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। 
  এরই অংশ হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৩টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 
  সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) এডঃ কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, বিএনপি নেতা  লুৎফর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখ বক্তব্য রাখেন। 
  বিএনপির সমাবেশ শুরু হওয়ার পর পরই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  জাকারিয়া মাসুদ রাজীব, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, যুবলীগের সোহেল রানা, মিঠুসহ ছাত্রলীগ-যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলের দিকে যেতে থাকে। এ সময় আজাদী ময়দানের সামনে বিপুল সংখ্যক পুলিশ তাদেরকে আটকে দিলে তারা সেখানেই অবস্থান করে বিএনপি বিরোধী শ্লোগান দিতে থাকে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। 
  একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা সেখানে গিয়ে উত্তেজিত নেতাকর্মীদের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, টিটু কাজী, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল সোহেন সফিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ বক্তব্য রাখেন। 
  দীর্ঘদিন পর রাজবাড়ীতে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কঠোর অবস্থানে থাকায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com