বালিয়াকান্দির জঙ্গল ইউপির নতুন ঘুরঘুরিয়ায় ২দিনের মতুয়া সম্মেলন শুরু

দেবাশীষ বিশ্বাস || ২০২২-০৫-২৭ ১৫:২৩:৩৩

image

বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া হরি মন্দির প্রাঙ্গণে ২দিনের মতুয়া সম্মেলন শুরু হয়েছে। 
  গতকাল ২৭শে মে ভোরে অধিবাস, মঙ্গল ঘট স্থাপন ও হরি কথার মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। আজ শনিবার পূণ্য বারুণী ¯œান, মন্দিরে প্রার্থনা, হরি লীলা পাঠ, হরি চাঁদ ঠাকুরের পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজনে সম্মেলন সমাপ্ত হবে। 
  আয়োজকরা জানান, করোনার জন্য গত ২বছর বড় পরিসরে সম্মেলন করা সম্ভব হয়নি। এবার দেশের বিভিন্ন স্থান থেকে মতুয়া দল ও হাজার হাজার ভক্ত আসবেন বলে তারা আশা করছেন। 
  জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, নতুন ঘুরঘুরিয়ার মতুয়া সম্মেলনে হাজার হাজার ভক্ত এসে হরিনামে মুখরিত করে থাকেন। 
  বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, মতুয়া সম্মেলন উপলক্ষ্যে পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com