কালুখালী উপজেলার মৃগী ইউপি যুবলীগের সম্মেলন

ফজলুল হক || ২০২২-০৫-২৮ ১৪:৩৮:১৭

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন যুবলীগের সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে।
  গত ২৭শে মে বিকালে মৃগী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সামছুল ইসলামকে সভাপতি, শরিফুল ইসলাম, কবির হোসেন ও মঞ্জুরুল ইসলামকে সহ-সভাপতি, দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক, আব্দুর রশীদ, মিরাজ মোল্লা ও মাসুদ রানাকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাসুদুর রহমান গোলাপ, আশিকুর রহমান ও হামিদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
  সম্মেলনে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, কালুখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, আবুল হোসেন জোয়ার্দ্দার, রেজাউল হাবিব আজাদ, রফিকুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com