পাংশায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ

মোক্তার হোসেন || ২০২০-০৭-২৯ ১৪:১৩:৪৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে গতকাল ২৯শে জুলাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে প্রতিবন্ধী, বিধবা, দুস্থ, করোনা আক্রান্ত হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা মোট আড়াইশ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়।
  জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
  প্রত্যেকের ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ১কেজি লবন, ১টি সাবান ও ১লিটার সয়াবিন তেলের সমন্বয়ে প্যাকেট বিতরণ করা হয়। এরআগে সমাজসেবা দপ্তরের উদ্যোগে ১১৭টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com