ভ্রাম্যমাণ আদালতে বালিয়াকান্দির ৪টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

তনু সিকদার সবুজ || ২০২২-০৫-২৮ ১৪:৪৪:৪০

image

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৪টি ক্লিনিক-ডায়াগনিস্টক সেন্টার সিলগালা এবং এক প্যাথলজী মালিককে ১৫ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  গতকাল ২৮শে মে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কাগজপত্র সঠিক না থাকায় বালিয়াকান্দি উপজেলা সদরের হাসপাতাল সড়কের চন্দনা ডায়াগনস্টিক সেন্টার, এপোলো ডায়াগনস্টিক সেন্টার ও সাধু মোল্লার মোড়ের আরোগ্য ক্লিনিক সিলগালা এবং জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারস্থ জামালপুর প্যাথলজি সেন্টার সিলগালা করাসহ এর মালিক ও টেকনোলজিস্ট কাজী মঞ্জুরুল ইসলাম (৪২)কে ১৫ দিনের জেল ও ৫হাজার টাকা জরিমানা করা হয়।
  বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ নিউটন সিকদার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনিরসহ বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com