গভর্নিং বডির অবহেলা ও অনিয়ম-অব্যস্থাপনায় ধ্বংসের দ্বারপ্রান্তে রাজবাড়ীর আবুল হোসেন কলেজ

স্টাফ রিপোর্টার || ২০২২-০৫-২৯ ১৪:৩৩:৫৬

image

গভর্নিং বডির অবহেলা ও অনিয়ম-অব্যস্থাপনায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ডাঃ আবুল হোসেন কলেজ।
  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র নির্দেশ বার বার অমান্য করাসহ সর্বশেষ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারীতে ২জন শিক্ষক ও কর্মচারীর গ্রেফতারের ঘটনায় কলেজটির ভাবমূর্তি তলানীতে গিয়ে ঠেকেছে।
  অনিয়মের শুরু কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের অবসরের সময় থেকে। তিনি অবসর গ্রহণের সময় বিধি মোতাবেক জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব না দিয়ে গভর্নিং বডির অনুমোদন না নিয়েই কনিষ্ঠ প্রভাষক খন্দকার ফারুক আহম্মেদকে দায়িত্ব প্রদান করে যান। পরবর্তীতে কলেজের বডির তৎকালীন সভাপতি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী দায়িত্ব হস্তান্তরের ওই রেজুলেশনে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন। কিছুদিনের মধ্যেই গভর্নিং বডির সভাপতি পরিবর্তন হয়ে জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সভাপতির দায়িত্বে আসেন। তিনি সভাপতির দায়িত্ব গ্রহণের পর ব্যাপক অসন্তোষ ও সমালোচনার মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে খন্দকার ফারুক আহম্মেদকে সরিয়ে আবারও বিধি লঙ্ঘন করে জ্যেষ্ঠতার ক্রমের ১৬নং শিক্ষক প্রভাষক আতিয়ার রহমানকে দায়িত্ব দেন এবং কলেজের সাবেক বিদায়ী অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালকে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর সুপারিশ করেন। পরবর্তীতে তিনি (মঞ্জুরুল আলম দুলাল) বিদ্যোৎসাহী সদস্য হন। শিক্ষকদের আপত্তির মুখে পরবর্তীতে ব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক তার উক্ত বিদ্যোৎসাহী সদস্যপদ স্থগিত হয়ে যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানের মাধ্যমে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই নিয়োগ প্রক্রিয়া বিধিসম্মত না হওয়ায় জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিমের লিখিত আবেদন করেন এবং আবেদনকারী কয়েকজন শিক্ষক আদালতে মামলাও করেন। ফলশ্রুতিতে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি) থেকে জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের নির্দেশ দেয়া হয়।
  এই নির্দেশ বাস্তবায়নে কালক্ষেপণ করায় কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার পর তার স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনসহ কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। চৌধুরী আহসানুল করিম ৭ মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের পর পুনরায় গভর্নিং বডি অধ্যক্ষ-উপাধ্যক্ষের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। চৌধুরী আহসানুল করিম অধ্যক্ষ প্রার্থী হওয়ায় বিধি অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেন। তিনি পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাইলেও গভর্নিং বডি তাকে আবারও ১৬নং প্রভাষক আতিয়ার রহমানের কাছে দায়িত্ব হস্তান্তরে বাধ্য করে। তিনি দায়িত্ব হস্তান্তর করলেও এ সংক্রান্ত রেজুলেশনে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন। এ জন্য তাকে গভর্নিং বডি কর্তৃক শোকজ করা হয়।
  পরবর্তীতে তিনি(চৌধুরী আহসানুল করিম) দায়িত্ব হস্তান্তরে অনিয়ম ও অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে প্রতিকার চেয়ে মাউশির ডিজির বরাবর লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক ও সহকারী পরিচালককে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়। তারা প্রতিবেদন দেয়ার পর গত ১৬ই মে মাউশি থেকে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানকে দায়িত্ব প্রদান বিধিসম্মত হয়নি উল্লেখ করে অনতিবিলম্বে তাকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে চৌধুরী আহসানুল করিমের স্বাক্ষর ব্যতিত কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড় না করার জন্য অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপককে নির্দেশ দেয়া হয়। কিন্তু এরপর দীর্ঘ ১৩দিন অতিবাহিত হলেও চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়নি। উপরন্তু বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানের মাধ্যমেই কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন করা হয় এবং তাকেই বহাল রেখে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সম্পন্ন করা হয়। ফলশ্রুতিতে অদক্ষ ব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য কলেজ কেন্দ্র থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাজবাড়ী ডিবি’র সদস্যরা কলেজের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেল(৪৬) ও অফিস সহকারী জাবেদ আলী (৪২)কে গ্রেফতার করে। তারা আদালতে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের স্বীকারোক্তি দেয়ার পর বর্তমানে জেলা কারাগারে রয়েছে।
  কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, গত ৩বছর ধরে চলমান এই সংকটের কারণে প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ম অনুযায়ী সবকিছু করে কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে কলেজটি শেষ হয়ে যাবে।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com