রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ১ কোটি ৬৭ লক্ষ ১৭হাজার ৫১৪টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল ৩০শে মে দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট সভায় ইউপি সচিব মোঃ গোলাম মোস্তফা এ বাজেট ঘোষণা করেন।
বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মুহাম্মদ রফিকুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ জানান, তিনি নির্বাচিত হওয়ার পর এটিই প্রথম খসড়া বাজেট। এ ইউনিয়ন পরিষদে আয়ের তেমন কোন খাত নেই। যে কারণে এ ইউনিয়নের মধ্যে যে সকল মিল কারখানা ও ইট ভাটা আছে তাদেরকে পেশা ও জীবিকা ট্যাক্সের আওতায় আনা হবে। বসতবাড়ীর গৃহ ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হালনাগাদ করে সকল জনগণকে ট্যাক্সের আওতায় আনা হবে। শুন্য খানা থাকবে না। খুব দ্রুত খানা জড়িপ কাজ শুরু করা হবে। এছাড়া খানা জরিপ সব সময় হাল নাগাদ করা হবে। জনগণকে জানাতে হবে দেশের উন্নয়নের সাথে ট্যাক্স জড়িত। ট্যাক্স না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়।
ইউপি সচিব মোঃ গোলাম মোস্তফা জানান, এবারের বাজেট সন্তোষজনক ও যুগোপযোগী বলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বাজেটে নির্ধারিত ট্যাক্স সকলে পরিশোধ করার জন্য অঙ্গীকার করেছেন। এছাড়া ওয়ার্ড সভাকে আরো কার্যকর ও জনঅংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com