রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স ও করোনা চিকিৎসার আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৯শে জুলাই দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদানকৃত নতুন এ্যাম্বুলেন্স এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের অর্থায়নে করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে আধুনিক যন্ত্রপাতি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও অক্সিজেন কন্সেন্ট্রেটর এর ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এই উদ্বোধন অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com