রাজবাড়ীর ভবদিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হেলাল মাহমুদ || ২০২২-০৬-০৪ ১২:১০:০২

image

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার আলহাজ্ব এম.এ করিম উচ্চ বিদ্যালয়ে গতকাল ৩রা জুন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
  সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান। এ সময় দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, আকবর খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আজাহার খান, আজিবর রহমান শেখ, আহম্মেদ চৌধুরী, আলহাজ্ব এম.এ করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল, শিক্ষক আব্দুর রাজ্জাক, বরাট ইউপির সদস্য শহীদুজ্জামান রাজা, দাদশী ইউপির সদস্য সৈকত ইসলাম, ব্যবসায়ী মাছেম সরদার, জনি মন্ডল, শাখাওয়াত হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। 
  স্থানীয় আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মির্জা আসিফ আকবর নিবিড়, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ তানজিনা খান, সহকারী সার্জন ডাঃ শারমিন জাহান, সহকারী সার্জন ডাঃ সিঞ্চন সাহা, মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নাহার কনা, ডাঃ মোঃ আরিফুজ্জামান ও ডাঃ নূরুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন। 
  এ সময় স্থানীয় ৫শতাধিক মানুষকে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন)সহ বিনামূল্যে কয়েক ধরনের ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প চলাকালে বিকালে বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন ক্যাম্প পরিদর্শন করেন। 
  মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আসা ভবদিয়া গ্রামের বাসিন্দা তিশা আক্তার বলেন, আমার প্রেসক্রিপশনে কয়েক ধরনের ওষুধ লেখা হলেও সব ওষুধ দেয়া হয়নি। কিছু ওষুধ দেয়া হয়েছে, আর কিছু ওষুধের দোকান থেকে কিনতে হবে। সব ওষুধগুলো দিলে ভালো হতো। 
   মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ডাঃ তানজিনা খান বলেন, মূলতঃ ক্যালসিয়াম, আয়রন, ব্যথানাশক-এ জাতীয় ওষুধ দেয়া হচ্ছে। তবে প্রেসক্রিপশন অনুযায়ী সবগুলো ওষুধ দিতে পারলে ভালো হতো।    

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com