রাজবাড়ী সদরের খানখানাপুরের অন্নপূর্ণা দেবীর মন্দির কমিটির সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান || ২০২২-০৬-০৪ ১৮:২১:৪০

image

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারস্থ শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দিরের নতুন কমিটির প্রথম সভা গতকাল ৪ঠা জুন বিকালে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
  কমিটির প্রধান উপদেষ্টা চন্ডীদাস কুন্ডুর সভাপতিত্বে সভায় কমিটির সভাপতি নব কুমার দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপক কুমার দে, উপদেষ্টা পরিষদের সদস্য গণেশ কুন্ডু, পংকজ কুন্ডু, পরিতোষ কুন্ডু, নারায়ণ চন্দ্র সাহা, সুকান্ত কুন্ডু, পূজা উদযাপন পরিষদের খানখানাপুর ইউনিয়ন শাখার সভাপতি কার্তিক কুন্ডু, সাধারণ সম্পাদক শ্যাম কান্ত কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, গত ৪ঠা মে অনুষ্ঠিত মন্দির কমিটির সাধারণ সভায় চন্ডীদাস কুন্ডুকে প্রধান উপদেষ্টা, নব কুমার দত্তকে সভাপতি ও সুজিত নন্দীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তারা ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদসহ ৭১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com