করোনা পরিস্থিতিতে মাহে রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ থাকা মাকের্ট ও শপিংমল সীমিত পরিসরে চালু রাখার স্বার্থে খুলে দেয়া হয়েছে। এতে মার্কেটসমূহে বেড়েছে জনসমাগম, রাস্তায় বেড়েছে যানবাহনের পরিমাণও। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রতিটি সদস্য। এরই অংশ হিসেবে গতকাল ১১ই মে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা যশোর অঞ্চলের বিভিন্ন জেলা শহরগুলোতে সেনাবাহিনীর চেকপোষ্ট বসিয়ে অপ্রয়োজনীয় যানবাহন এবং জনসামাগম এড়ানোর জন্য তৎপরতা ছিল চোখে পড়ার মত। এছাড়াও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনা সদস্যরা বিভিন্ন স্থানে ছিন্নমূল এবং দুস্থ মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের অসহায় কৃষকদের ক্ষেত থেকে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে চাষীদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেয়া এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শস্য বীজ বিতরণ অব্যাহত রেখেছে ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com