রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, ২০০১ সালে ভোট কারচুপি করে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার পর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মারপিট, হাতুড়িপেটা, জোর করে গাছ কেটে নেয়া, মাছ মেরে নেয়াসহ বিভিন্ন নির্যাতন করেছে। আমরা শুধু সহ্য করেছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা তাদেরকে কিছুই বলি নাই। এখন তারা অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
উন্নয়ন বাঁধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামাত জোটের সন্ত্রাস-নৈরাজ্য ও প্রধানমন্ত্রীক হত্যার হুমকীর প্রতিবাদে গতকাল ৪ঠা জুন সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তখন বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী দিয়েছে। তাদের এই স্পর্ধা মেনে নেয়া যায় না। আওয়ামী লীগ অশান্তি চায় না, দেশের শান্তি চায়। জনগণ শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। বিএনপি-জামাতের বিশৃঙ্খলা সৃষ্টির যে কোন অপতৎপরতা রুখে দেয়া হবে।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল বুড়ো’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীড়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক নকীব খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল আলম মৃধা, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ফজলুল হক ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীদ হাসান শিশিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পাংশা সরকারী জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পাংশা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেম্পুস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্ব জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com