ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৬-০৫ ১৭:১৪:৫৭

image

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। 
  এ উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৫ই জুন সকালে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
  এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বক্তব্য রাখেন। 
  আলোচনা পর্বের শেষে দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় ফরিদপুর জেলা তথ্য অফিসের সহায়তায় শহরের বিভিন্ন স্থানে পরিবেশ বিষয়ক ডকুমেন্টরী/তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com