শিশু শ্রম নিরসনে রাজবাড়ীতে জেলা প্রশাসনের কর্মশালা অনুষ্ঠিত

মাহ্ফুজুর রহমান || ২০২০-০৭-২৯ ১৪:২৬:১৭

image

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯শে জুলাই সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ‘কোভিড-১৯ এর সময় আর বেশী বেশী, শিশু শ্রম থেকে শিশুকে রক্ষা করি’ -প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু শ্রম নিরসনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়। 
  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ  ফেরদৌস ও ফরিদপুরের শ্রম বিষয়ক পরিদর্শক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। রাজবাড়ীর বিভিন্ন পেশার ২০ জন শিশু শ্রমিক কর্মশালায় উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com