ঐতিহাসিক ছয় দফা দিবসে রাজবাড়ীতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২২-০৬-০৭ ১৫:৩৭:২১

image

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৭ই জুন বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফজলুল হক আবু’র সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহ্রাব, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ সালাম মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালীর মুক্তির সনদ। এই ৬ দফা থেকেই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, সর্বশেষ স্বাধীনতা অর্জিত হয়েছিল। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি-জামাত দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোটি বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫শে জুন উদ্বোধন হবে। এটা দেখে বিএনপির জ্বালা ধরে গেছে। তারা চায় না এ দেশের মানুষ শান্তি থাক। বিএনপি নেতারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’-এর মতো ধৃষ্টতাপূর্ণ স্লোগান দেয়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে। বাংলার মাটিতে তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। 
  আলোচনা সভার শেষে চট্টগ্রামের সীতাকু-ের কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com