ডাঃ আবুল হোসেন কলেজে অনিয়ম-দুর্নীতি তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক

স্টাফ রিপোর্টার || ২০২২-০৬-০৭ ১৫:৩৮:০৬

image

রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের গভর্নিং বডির অনিয়ম ও দুর্নীতির কারণে কলেজের কার্যক্রমে অচলবস্থা বিরাজ করার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ করেছিলেন কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। 
  এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক এএসএম রফিকুল আকবরকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেয়া হয়। সে মোতাবেক তিনি গতকাল ৭ই জুন দিনব্যাপী ডাঃ আবুল হোসেন কলেজে অবস্থান করে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিযোগকারী সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন। পরবর্তীতে তিনি কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন।
  উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী দীর্ঘদিন রাজবাড়ীর ঐতিহ্যবাহী ডাঃ আবুল হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনকালে কলেজের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। বর্তমান গভর্নিং বডির অনিয়ম ও বিতর্কিত কার্যক্রমের ফলে কলেজটিতে অচলাবস্থা বিরাজ করায় তিনি ব্যথিত ও মর্মাহত হয়ে সরেজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com