রাজবাড়ীতে ই-মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন কর সংগ্রহ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

আসাদুজ্জামান নুর || ২০২২-০৬-০৮ ১৪:৫৪:৪৩

image

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার সহায়তায় গতকাল ৮ই জুন সকালে উপজেলা পরিষদের হলরুমে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর সংগ্রহ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 
  সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান এবং বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিডিপি ও জাইকা’র সদর উপজেলা প্রতিনিধি নাজিউর রহমান।
  এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছি। ভূমি ব্যবস্থাপনাও ডিজিটাল হয়েছে। ঘরে বসেই ই-নামজারী, খাজনাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে। নিজে না বুঝতে পারলে নিকটস্থ  ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা জনগণের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দিতে না পারলে সহকারী কমিশনার (ভূমি)কে বিষয়টি অবহিত করবেন। আমাদের দেশে ফৌজদারী মামলার তুলনায় দেওয়ানী মামলার সংখ্যা অনেক বেশী। জমির কাগজপত্র ঠিকমতো সংরক্ষণ করা হয় না বলে প্রয়োজনের সময় ঝামেলায় ঝামেলায় পড়তে হয়। ইউপি চেয়ারম্যান-মেম্বারদের যেহেতু ভূমি সংক্রান্ত সালিশসহ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকতে হয় সে জন্য আপনারা মনোযোগ সহকারে এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। এতে আপনাদের জানার পরিধি আরও বৃদ্ধি পাবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com