রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এনজিও কেকেএসের ‘নিরাপদ ইশকুলে ফিরি’ কর্মসূচীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কেকেএসের রিলাক্স প্রকল্পের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় গতকাল ৯ই জুন সকালে দৌলতদিয়ার কেকেএস স্কুলের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সেভ দ্য চিলড্রেনের এডুকেশন প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, টেকনিক্যাল স্পেশালিস্ট ফিরোজা খাতুন, ওহিয়ার রহমান, কেকেএসের এডুকেশন প্রজেক্টের কো-অর্ডিনেটর রুমা খাতুন, রিলাক্স প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা শামসুল হক, মিল অফিসার আলমগীর হোসেন, শিক্ষিকা মুনমুন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় ‘নিরাপদ ইশকুলে ফিরি’ কর্মসূচীর ফেলু মোল্লার পাড়া, মজিদ শেখের পাড়া ও দাস পাড়া গ্রাম কমিটির ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ফেলু মোল্লার পাড়া গ্রাম কমিটির সভাপতি সাংবাদিক আবুল হোসেন, মজিদ শেখের পাড়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শামীম ও দাস পাড়া গ্রাম কমিটির সদস্য বৃষ্টি রাণী দাস কর্মসূচীর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com