‘বিডি ইনফো রাজবাড়ী’ অ্যাপের উদ্ভাবক ডিডিএলজিকে জেলা প্রশাসকের অভিনন্দন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৬-০৯ ১৪:৫৮:০১

image

বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে অনুষ্ঠিত ‘ইনোভেশন শোকেসিং-২০২২’ প্রতিযোগিতায় পুরস্কৃত ৫টি শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে ৩য় স্থান অর্জন করে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ “জন্ম-মৃত্যু নিবন্ধন সহজিকরণে ‘বিডি ইনফো রাজবাড়ী’ অ্যাপ’। এ অ্যাপটির উদ্ভাবক রাজবাড়ীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখকে অভিনন্দন জানান জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ই জুন ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘ইনোভেশন শোকেসিং-২০২২’ প্রতিযোগিতায় পুরস্কৃত ৫টি শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে ৩য় স্থান অর্জন করে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ জন্ম-মৃত্যু নিবন্ধন সহজীকরণ সংক্রান্ত ‘বিডি ইনফো রাজবাড়ী’ অ্যাপ। এ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে.এম আলী আজম পুরস্কার হিসাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন  -মাতৃকণ্ঠ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com