রাজবাড়ী জেলার গোয়ালন্দে এক দিন মজুরের জন্য বরাদ্দকৃত মুজিববর্ষের অর্ধ-নির্মিত একটি ঘর ভেঙ্গে দিয়েছে উপজেলা জিয়া পরিষদের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ও কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক নজির হোসেন মোল্লার পরিবার।
গত ৭ই জুন বিকালে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কৃষ্ণপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় কৃষ্ণপট্টি এলাকার মৃত ছাত্তার শেখ ছেলে দিনমজুর আকরাম শেখের নামে একটি ঘর বরাদ্দ হয়েছে। প্রায় ৩ ফুট উঁচু করে ওই ঘরের পাকা ডোয়া পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। এ অবস্থায় ৭ই জুন বিকালে রাজমিস্ত্রীরা ঘরের কাজ করার সময় নজির মোল্লার ভাই গোয়ালন্দ বাজারের চাল ব্যবসায়ী ফজল মোল্লা, তার স্কুল শিক্ষিকা বোন রাশেদা খাতুন ও ভগ্নিপতি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন মন্ডল লোকজন নিয়ে রাজমিস্ত্রীদের তাড়িয়ে দিয়ে সম্পূর্ণ পাকা ডোয়া ভেঙ্গে গুড়িয়ে দেয়। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আকরাম শেখের নামে বরাদ্দকৃত মুজিবর্ষের ঘরের কাজ শুরু হয়। কিন্তু নজির প্রফেসরের পরিবার জমি নিয়ে মামলা থাকার কথা বলে ঘরের পাকা ডোয়া ভেঙ্গে দিয়েছে।
অভিযুক্ত কলেজ শিক্ষক নজির হোসেন মোল্লা বলেন, যে জমিতে ঘর তৈরি হচ্ছিল সেটা আমাদের পৈত্রিক সম্পত্তি। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আশা করি আদালতে আমাদের পক্ষেই রায় পাবো। তবে ঘর ভাংচুরের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।
উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান বলেন, মুজিববর্ষের ঘর ভাংচুরের কারণে কলেজ শিক্ষক নজির হোসেন মোল্লা ও তার ভগ্নিপতি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন মন্ডলকে ডেকে এনে বুধবারের মধ্যে ঘরের পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তারা কোন পদক্ষেপ না নেয়ায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com