রাজবাড়ী জেলার গোয়ালন্দে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সহযোগিতায় গতকাল ১১ই জুন বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ও ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমানে মাদকের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। কোন পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবারটিই নিঃস্ব হয়ে যায়। এ জন্য মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সুস্থ জীবনের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে হবে। প্রশাসনসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় মাদক নির্মূল করতে হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com