বালিয়াকান্দিতে জনশুমারির প্রশিক্ষণার্থীদের বরাদ্দকৃত খাবার প্রদানে অনিয়মের অভিযোগ

তনু সিকদার সবুজ || ২০২২-০৬-১২ ১৫:০৩:৫২

image

আগামী ১৫ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উপলক্ষ্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গণনাকারী ও স্বেচ্ছাসেবকদের বরাদ্দকৃত খাবার প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে।
 প্রথম দফায় গত ৪ঠা জুন থেকে ৭ই জুন পর্যন্ত এবং দ্বিতীয় দফার গত ৯ই জুন থেকে গতকাল ১২ই জুন পর্যন্ত ৪ দিন করে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
  অভিযোগ রয়েছে, বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষনার্থীদের বরাদ্দের চেয়ে নিম্নমানের ও কম পরিমাণে খাবার দেয়া হয়েছে। প্রতিদিন জনপ্রতি ২৫০ টাকার খাবার (দুপুরের খাবার ও সকাল-বিকালের নাস্তা) বরাদ্দ থাকলেও প্রশিক্ষণার্থীদেরকে ১০০-১৫০ টাকার খাবার সরবরাহ করা হয়েছে। 
  অন্যদিকে, জামালপুর ইউনিয়নের প্রশিক্ষণ শেষ হলেও প্রশিক্ষণ ভাতার (প্রতিদিন ৪শত টাকা করে ৪ দিনে ১৬শত) টাকা এখনো পায়নি প্রশিক্ষণার্থীরা। তাদেরকে নির্ধারিত নাস্তাও দেয়া হয়নি। দুপুরের খাবারের সাথে মেলেনি পানি। শেষ দিনে কাচ্চি বিরিয়ানী দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে সাদা ভাত আর মুরগির রোস্ট। তার উপরে আবার পানি ও কোল্ড ড্রিংকসও দেয়া হয়নি। আয়োজকরা বিভিন্ন খাবার হোটেলের সাথে যোগাযোগ করে সকালের নাস্তা ও দুপুরের খাবার ১৫০ টাকার মধ্যে সেরেছে। আর বিকালে কোন নাস্তাই দেয়নি।  
  নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশিক্ষণার্থী বলেন, আমাদের বরাদ্দ ছিল ভালো মানের খাবার। কিন্তু দেয়া হয়েছে নিম্নমানের। সকালের নাস্তায় যেসব খাবার দেয়ার কথা ছিল তা দেয়া হয় নাই। বিকালের নাস্তা একদিনও পাই নাই। ভয়ে কিছু বলি নাই। যদি কাজটা চলে যায়।
  আরেক প্রশিক্ষণার্থী বলেন, নাস্তার পাশাপাশি দুপুরের খাবার ছিল খুবই খারাপ। কম দামি খাবার দেখেই বোঝা যাচ্ছিল। প্রথম দিন তো খাবারের সাথে পানিই দেয় নাই। অনেকে বলার পর দ্বিতীয় দিন পানি দিয়েছে। আবার শেষের দিনও পানি দেয় নাই। 
  বহরপুর ইউনিয়নের প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের দুপুরের খাবার দেয়া হলেও সকালের নাস্তা ঠিকমতো দেয়া হয়নি। এছাড়া বিকালে কোন নাস্তাই দেয়া হয়নি। জঙ্গল ও নারুয়া ইউনিয়নের প্রশিক্ষণার্থীরাও একই অভিযোগ তোলে। 
  এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। উপ-পরিচালক স্যার সব জানেন। তার সাথে যোগাযোগ করেন। 
  রাজবাড়ী পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, জনপ্রতি ২৫০ টাকা করে খাবারের বরাদ্দ থাকলেও প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রেই ঝাড়দারসহ অতিরিক্ত কয়েকজনকে খাবার দেয়া হয়। এ জন্য কিছুটা হেরফের হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com