দৌলতদিয়া বাজারে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ইউপি চেয়ারম্যান

আবুল হোসেন || ২০২২-০৬-১২ ১৫:০৬:২১

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে নিম্নমানের নির্মাণ সামগ্রী(ইট-খোয়া) দিয়ে ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছিল। 

 খবর পেয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানর আব্দুর রহমান মন্ডল গতকাল ১২ই জুন সকালে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন। 

  জানা গেছে, দৌলতদিয়া বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিকমতো না করেই নিম্নমানের সামগ্রী দিয়ে ৭ লক্ষ টাকা ব্যয়ে ৯৭ মিটার লম্বা ও সাড়ে ৯শত মিলিমিটার চওড়া ড্রেন নির্মাণের কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের পানি ওই ড্রেন দিয়ে সরবে না, বরং তা ড্রেনে জমে মশার বংশ বিস্তার করবে ও দুর্গন্ধ ছড়াবে। 
  দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মন্ডল বলেন, চেয়ারম্যান এসে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেনের কাজ করতে দেখে কাজ বন্ধ করে দিয়েছেন। 
  ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য কাজটি বন্ধ করে দেয়া হয়েছে। জনগণের টাকায় বাজারের এই উন্নয়নমূলক কাজটি করা হচ্ছে। তাই জনগণের প্রতিনিধি হিসেবে কাজের যে সিডিউল রয়েছে তার বাইরে আমি কোন কাজ করতে দিতে পারি না।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com