রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত ১৭ জন মোটর শ্রমিকের পরিবারের মধ্যে মৃত্যুকালীন অনুদানের ২০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১৩ই জুন বিকালে গোয়ালন্দ বাজারের আড়তপট্টিস্থ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১৭২৭) প্রধান কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম মোল্লার সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com