গোয়ালন্দে মহাসড়কের পাশে গাছ কেটে ফেলে রাখায় দুর্ঘটনার ঝুঁকি

মইনুল হক মৃধা || ২০২২-০৬-১৩ ১৫:১০:১০

image

জাতীয় মহাসড়কের সম্প্রসারণ কাজ করার জন্য রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়কের পাশ দিয়ে গাছ কেটে ফেলে রাখায় দুর্ঘটনার ঝুঁকি বিরাজ করছে। কয়েকদিন আগেও এ ধরনের কেটে রাখা গাছের গুঁড়ির নীচে চাপা পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ অবস্থায় মহাসড়কের পাশ থেকে দ্রুত কেটে রাখা গাছগুলো সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছবিটি গতকাল ১৩ই জুন দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে থেকে তোলা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com